[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
বার্তা নিউজ::ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ২ আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী
কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।
দন্ডিত আসামিরা হলেন,কোম্পানিগঞ্জ উপজেলার রংপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল - আমিন ও আব্দুল বাসিরের পুত্র মোহাম্মদ আলী হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে ড্রেজার (লিষ্টার) দিয়ে বালু উত্তোলন কালে ২ জনকে আটক করে ছাতক নৌ-পুলিশ। বালু উত্তোলনকারী চক্রের অন্যান্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
নৌ- পুলিশের এস আই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে এবং ৪ টি নৌকায় বালু উত্তোলনে ব্যবহৃত ৪ টি ড্রেজার (লিষ্টার) জব্দ করা হয়। পুলিশের কাছে আটককৃতরা অন্যান্য সহযোগী বা চক্রের কারো নাম প্রকাশ করেনি।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামি আল- আমিন ও মোহাম্মদ আলী হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।##