জুলাই বিপ্লবে আহত রিপনের মেয়ে বুশরার পড়াশুনার দায়িত্ব নিয়েছে ফাতিহা আয়াত
বার্তা ডেস্ক::জুলাই বিপ্লবে আহত রিপনের মেয়ে বুশরার সাড়া জীবনের পড়াশুনার দায়িত্ব নিয়েছে, যদিও তার নিজের বয়সই বুশরার সমান।
এর আগেও ফাতিহা বাংলাদেশকে যৌথ নদীর নায্য পানি না দেয়ার জন্য ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল জাতিসংঘে। যা ফ্যাসিস্ট ও তার মন্ত্রীরা কোনদিনও পারেনাই।
এবার ফাতিহা আয়াত বাংলাদেশের তরুণদের জন্য আয়োজন করেছে জিরো অলিম্পিয়াড।
ফাতিহার জিরো অলিম্পিয়াড পারবে বাংলাদেশ থেকে ইনেটারন্যাশনাল পার্সোনালিটি তৈরী করতে।
তাই ক্লাশ ফাইভ থেকে মাস্টার্স পর্যন্ত – বাংলা বা ইংলিশ মিডিয়াম, কওমি বা আলিয়া মাদ্রাসা – যে যেখানে পড়ছে সকলকে জিরো অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করতে আহবান করা হচ্ছে।
যাতে সবাই রেজিস্ট্রেশন করে, জাতিসংঘের কোর্স করে সার্টিফিকেট নিতে পারে, এগিয়ে যাও গ্লোবাল লিডেরশীপের পথে।
Faatiha Aayat