আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে কাঁটাতারের বেড়া দিচ্ছে BSF, বিজিবি’র বাঁধা
নিজস্ব ডেস্ক::আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে কাঁটাতারের বেড়া দিচ্ছে BSF, বিজিবি তাদেরকে বাঁধা দিয়েছে, সেটাকে কেন্দ্র করে এই অবস্থা।
গতকাল সকালে (০৬/০১/২৫) BSF ভারতে বৈষ্ণবনগর থানার আওতাধীন শুকদেবপুর গ্রামে বাংলাদেশ সীমান্তে তারের বেড়া দিচ্ছিল। বাংলাদেশের বিজিবি সৈন্যরা সীমান্তে এসে বেড়ার কাজ বন্ধ করতে বাঁধা দিলে কয়েক মিনিট পর ভারতের হিন্দু গ্রামবাসীরা খবর পেয়ে সীমান্তে ছুটে আসে।
হাতে ছিল তাদের রামদা, ছুরি, চাকু, বঠি, লাঠি। পরে এসব হিন্দুরা জয় শ্রী রাম ও বন্দে মাতরম স্লোগান দিতে থাকে। একজনকে বলতে শোনা যায়, সম্পূর্ণ বাংলাদেশকে নাকি তারা ইস*কন বানিয়ে ফেলবে। এরপর বিজিবির সাথে বাংলাদেশী মুসলিম জনতা যুক্ত হয়। পরে বিজিবি ও বিএসএফ পরিস্থিতি ঠান্ডা করে। তবে সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে।