জাউয়া বাজারে গরুর গোস্তের নতুন সপ জমজম মিঠ হাউস
বার্তা প্রতিনিধি::দীর্ঘদিন পরে সাধারণ মানুষের মনের আবেগ ও চাহিদার অবসান হলো। ছাতকের জাউয়া বাজারে নতুন সপ জমজম মিঠ হাউস উদ্বোধন হলো।
গত(১১ ফেব্রুয়ারী ২০২৫) জাউয়া বাজারে উদ্বোধন হলো দ্বিতীয় গরুর গোস্তের দোকান। ক্রেতা সাধারণের মাঝে আগ্রহের শেষ নেই, তারা ফিরে পেয়েছেন স্বস্তির নিশ্বাস। যেখানে জাউয়ার বাজারে গরুর গোস্তের মূল্য ছিল ৮০০ টাকা এবং প্রায় সময় চাহিদা বেশি থাকায় পার্শ্ববর্তী বাজার থেকে আনা লাগতো।
এখন থেকে স্থানীয় জাউয়া বাজারে টাটকা গুরুর গোস্তো পাওয়া যাবে, দোকান মালিক তোফাজ্জল হোসেন জানান তারা ক্রেতাদের প্রতিদিন টাটকা গরুর গোস্ত দেওয়ার চেষ্টা করবেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী গোস্তো পাওয়া যাবে।