জাউয়া সাহিত্যিক পাড়ায় যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত
আল হাজ্ব উদ্দিন প্রতিনিধি::ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের জাউয়া সাহিত্যিক পাড়া ব্রীজের মুখ দীর্ঘদিন যাবৎ গাড়ী চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিলো।
পাড়ার একঝাঁক তরুণদের নেতৃত্বে যুব সমাজের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতেই জনসাধারন ও গাড়ী চলাচলের সুবিধার্থে সমাজের বিত্তশালী কিছু মানুষের আর্তিক সহযোগিতা নিয়ে নিজেরাই মেরামতের কাজ
শুরু করে।
এতে এলাকার জনসাধারন যুবসমাজ কে ধন্যবাদ জানায়, তারা বলেন যুবরাই সমাজের অহংকার তারা যদি এভাবে সমাজের প্রতিটি ভালো কাজে এগিয়ে আসে তাহলে সমাজের মানুষ উপকৃত হয়। যুব সমাজই পারে এলাকায় ছোট ছোট ভালো কাজ করে সমাজের মানুষ কে বড় কিছু উপহার দিতে।
এতে সাধারন জনগনের পাশাপাশি বড় একটা সওয়াবের ভাগিদারও হওয়া যায়। যুব সমাজ কে বেশি বেশি ভালো কাজ করার উৎসাহ দিতে হবে। উৎসাহ পেলে এরা ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে এতে সমাজের মানুষ উপকৃত হবে।