জাউয়া বাজারে যাত্রী ছাউনি নির্মাণের দাবি জোরালো, নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সমর্থন
জাউয়া বাজার, সুনামগঞ্জ:
জাউয়া বাজারে যাত্রীদের জন্য একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের দাবি দিন দিন জোরালো হয়ে উঠছে। সাধারণ জনগণ ছাড়াও এবার এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে জে.বি নাগরিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। বিশেষ করে বৃষ্টি কিংবা তীব্র রোদে দাঁড়িয়ে থাকা অসহ্য হয়ে ওঠে। এ অবস্থায় একটি স্থায়ী ও সুশৃঙ্খল যাত্রী ছাউনি নির্মাণের দাবি সকলের।
জে.বি নাগরিক ফোরামের সদস্য আলি সুজন বলেন, “জাউয়া বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি অসংখ্য মানুষের যাতায়াতের পথ। এখানে যাত্রী ছাউনি না থাকাটা সত্যিই দুঃখজনক। আমরা চাই প্রশাসন দ্রুত উদ্যোগ গ্রহণ করুক।”
জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মাওলানা আব্দুল ওয়াদুদ লদু বলেন, “যাত্রীদের সুবিধার জন্য একটি ছাউনি এখন সময়ের অপরিহার্য চাহিদা। স্থানীয় ব্যবসায়ী ও জনগণের স্বার্থে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”
এ দাবির সাথে সংহতি জানিয়ে আরও একজন স্থানীয় ব্যবসায়ী মাওলানা শিব্বির আহমদ বলেন, “জনগণের যাতায়াতকে স্বস্তিদায়ক করতে একটি মানসম্মত যাত্রী ছাউনি অতি প্রয়োজনীয়। এটি বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।