ছাতক অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ: কক্সবাজার ও সাজেকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলনমেলা
ছাতক প্রতিনিধিঃ
ছাতক অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি আনন্দঘন ভ্রমণ আয়োজন, গন্তব্য ছিল বাংলাদেশের দুটি জনপ্রিয় পর্যটন এলাকা—কক্সবাজার এবং সাজেক ভ্যালি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ভ্রমণে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সদস্যরা।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের রঙিন খেলা দেখে অভিভূত হন সবাই। এরপর সাজেক ভ্যালির পাহাড়ি সৌন্দর্য, মেঘের রাজ্য আর শীতল হাওয়ায় হারিয়ে যায় ক্লান্তি ও শহুরে যান্ত্রিকতা।
প্রেসক্লাবের সদস্যদের মধ্যে তৈরি হয় আত্মিক সম্পর্কের এক অনন্য বন্ধন। ছিল আড্ডা, গান, হাসি আর গল্পে ভরা সময়। এই ভ্রমণ কেবল মাত্র বিনোদনের উদ্দেশ্যেই নয়, বরং এটি ছিল সদস্যদের পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ এবং ঐক্যের প্রতীক।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় এই যাত্রা ছিল নিরাপদ, সফল ও স্মরণীয়।
ভ্রমণটি যেন একটি সুন্দর স্মৃতি হয়ে থাকে সকলের মনে। ছাতক অনলাইন প্রেসক্লাব সবসময়ই চায়—ভ্রাতৃত্ব, ভালোবাসা আর সহযোগিতার বন্ধন আরও শক্ত হোক।